সকল মেনু

মামুনের পাচার করা ৪ লাখ পাউন্ড জব্দের নির্দেশ


আদালত প্রতিবেদক:
 যুক্তরাজ্যের ন্যাটওয়েস্ট ব্যাংকে রাখা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ট বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ৪ লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড জব্দের নির্দেশ দেয়া হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই টাকা স্থানান্তর কিংবা হস্তান্তর করা যাবে না। ঢাকার বিশেষ জজ-৩ এর বিচারক মোতাহার হোসেন  বুধবার এ আদেশ দেন। মামুনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ব্যাংক হিসাব জব্দ প্রসঙ্গে মামলা পরিচালনাকারী আইনজীবী রফিকুল হক বেনু এ প্রতিবেদককে বলেন, ‘ মামুন এই টাকা ২০০৩ থেকে ২০০৬ সালের মধ্যে বাংলাদেশ থেকে পাচার করেন। এ টাকা মামুন তার নিজের একাউন্টে ও তাঁর স্ত্রীর নামে জমা রাখেন। মামলা প্রমাণের জন্য ব্যাংক হিসাব জব্দ করা একান্ত পয়োজন। যে কারণে দুদকের পক্ষে ওই দুটি ব্যাংক একাউন্ট জব্দ করার জন্য আদালতের কাছে আবেদন করা হয়। আদালত আবেদনটি গ্রহণ করেছেন।’ এ ছাড়া গতকাল এ মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. ইব্রাহীমের জেরা অব্যাহত রয়েছে। ২০১১ সালের ২২ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহীম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন। মামলার সক্ষী ১৩ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top