সকল মেনু

খালেদা জিয়ার সঙ্গে সিপিবি-বাসদ নেতাদের বৈঠক চলছে

49050_5557777 হটনিউজ২৪বিডি.কম, ঢাকা, ৩০ অক্টোবর:  বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতারা। বুধবার রাত পৌনে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে বাংলাদেশের সিপিবি ও বাসদের নেতারা এ বৈঠকে অংশ নেন। বৈঠকে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন- সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, হায়দার আকবর খান রনো, মো. শাহ আলম, আহসান হাবীব লাভলু, রুহিন হোসেন প্রিন্স, শামসুজ্জামান সেলিম, রফিকুজ্জামান লায়েক এবং বাসদের বজলুর রশিদ ফিরোজ, জাহেদুল হক নিলু, রাজেকুজ্জামান রতন, রওশন আরা রসু এবং সদস্য অনিরুদ্ধ দাস অঞ্জন প্রমুখ। বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত আছেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান। প্রসঙ্গত, মঙ্গলবার সিপিবি ও বাসদের নেতারা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করেন। এ সময় দেশের বর্তমান সংকট নিরসনে আলোচনা করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানান তারা।সিপিবি ও বাসদের সাথে বেগম জিয়ার বৈঠকের পর ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সাথে বৈঠকে বসার কথা রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top