সকল মেনু

কুড়িগ্রামে ৭শ ৬ প্রতিবন্ধীকে শনাক্ত ও মূলধারায় আনার কর্মসূচী

ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
HANDICAPPED0জাতিসংঘ প্রণিত প্রতিবন্ধী সনদ বাস্তবায়নে প্রচারণা ও প্রতিবন্ধীদের উন্নত জীবন-যাপন, সামর্থবৃদ্ধি, সেবা প্রদান ও সমাজের মুলধারায় সম্পৃক্ত করণের উদ্দেশ্যে কুড়িগ্রামে উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী সদর উপজেলা হলরুমে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজার রহমান। বেসরকারী উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর অল্টানেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) অনুষ্ঠানের আয়োজন করে। সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভলপমেন্ট (সিডিডি) এতে সহযোগিতা করে।এএফএডি নির্বাহী পরিচালক সাঈদা ইয়াসমীনের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজার রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. অমিতাভ চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজার রহমান, উপজেলা সমাজসেবা অফিসার হাবিবুর রহমান এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সংস্থাটি জেলার সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে ৭০৬জন প্রতিবন্ধীকে সনাক্ত করে কর্মসূচির আওতায় নিয়ে এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top