সকল মেনু

অসৎ উদ্দেশ্যে দুই নেত্রীর কথোপকথন গণমাধ্যমে

দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এটি নীতিবহির্ভূত, শিষ্ঠাচার বিবর্জিত এবং অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।”

সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ওই কথোপকথন গণমাধ্যমে সম্প্রচার ‘করিয়েছে’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের তৃতীয় দিনে মঙ্গলবার সকালে নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।

তিনি বলেন, “একাত্তর টেলিভিশনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার টেলিফোনের কথাবার্তা প্রচার করা হচ্ছে। এটা সম্পূর্ণ নীতিবর্হিভূত ও রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে করা হয়েছে বলে আমরা মনে করি।

Khaleda2013102605263420131028195647.jpg.pagespeed.ce.vPo8ZY6f8W

“এ থেকে বোঝা যায়, সরকার সংলাপের পরিবেশ সৃষ্টি হোক তা চায় না।”

গত শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার মধ্যে বহু প্রত্যাশিত ওই টেলিফোন আলাপ হয়, যার মধ্য দিয়ে রাজনৈতিক সঙ্কট নিরসনে সংলাপের পথ খুলবে বলে বিশিষ্টজনদের প্রত্যাশা।

৩৭ মিনিট স্থায়ী এই টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে হরতাল প্রত্যাহার করে ২৮ অক্টোবর সন্ধ্যায় গণভবনে বসার আমন্ত্রণ জানান।

তবে খালেদা জিয়া তাকে জানান, হরতাল প্রত্যাহার সম্ভব নয়, তিনি হরতালের পর ওই আমন্ত্রণ গ্রহণ করতে প্রস্তুত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top