সকল মেনু

আ.লীগ অফিসে আগুন, ককটেল

image_59781 আফিফা জামান,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা:  বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন চলছে। সোমবার দিনের শুরুতেই ভোরে দনিয়া আওয়ামী লীগ অফিসে আগুন দেয়া হয়। এসময় ককটেল বিস্ফোরণও ঘটে। সূত্র জানায়, ভোর পৌণে ৬টার দিকে শনির আখড়া ব্রিজের ঢালে দনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অফিসে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভায়। এতে অফিসটির কিছু অংশ পুড়ে যায়। পিকেটাররা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে শ্লোগান দিতে দিতে চলে যায়। সোমবার সকালে রাজধানীর যাত্রাবাড়ি বিশ্বরোড দিয়ে তেমন গাড়ি চলতে দেখা যায়নি। তবে রিকশা অটো রিকশা চলছে। মাঝে মধ্যে হঠাৎ করে একটা-দুটো গাড়ি আসতে দেখা গেলেও তাতে যাত্রী তেমন নই।

এদিকে রোববারের মতোই নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। মহিলা পুলিশের উপস্থিতিও রয়েছে প্রায় সমান হারে। রোববার হরতালে ব্যাপক সহিংসতা চালানো হয়। ঢাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বোমা হামলা করা হয়। ঢাকার বাইরে সহিংসতা ও সংঘর্ষে ৫ জন নিহত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top