প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পুরান ঢাকার নিম্ন আদালতে মিছিল করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। এসময় আইনজীবী ও পুলিশের মধ্যে সংঘর্ষে চার পুলিশ ও ১২ আইনজীবী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহত পুলিশ সদস্যরা হলেন- কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত, কোতোয়ালি থানার ওসি শাহীনুর রহমান, এএসআই বশির, কনস্টেবল হারুন।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দিকে ঢাকার আইনজীবী সমিতির সামনে থেকে এ মিছিল শুরু হয়। এরপর মিছিলটি আদালতের সামনের প্রধান সড়ক আসলে পুলিশ বাধা দেয়। পরে আইনজীবীরা রাস্তায় বসে পড়লে পুলিশ তাদের সরিয়ে দিতে চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে। এসময় দুপক্ষের সংঘর্ষে প্রায় ১৬ জন আহত হন।
অন্যদিকে আহত হওয়া আইনজীবীরা হলেন- মাহবুবুর রহমান খান, দেওয়ান রিপন, মোজাহিদুল ইসলাম সায়েম, কে এম মিরাজ হোসেন, সাইদুর রহমান সোহাগ, কে এম বরকত সবুজ, মাহবুব আলম আক্তার, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, হাজী মো. মহসীন, কাজী পনির, এস এম হুমায়ূন কবির।
পরবর্তীতে পুলিশের বাধা উপেক্ষা করে আইনজীবীরা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকে অবস্থান নেন। এসময় বিএনপিপন্থি আইনজীবীরা বলেন, আমরা সুশৃঙ্খল পদযাত্রা করছিলাম। এরপর পুলিশ এসে আমাদের ওপর লাঠিচার্জ করে। এসময় আমাদের ১২ জন আইনজীবী আহত হয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর বলেন, বিএনপিপন্থি আইনজীবীরা রাস্তায় অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের সরে যেতে বলা হয়। কিন্তু তারা জোর করে মিছিল নিয়ে এগিয়ে যান। এ সময় তাদের হামলায় আমাদের আট থেকে ৯ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
কোতোয়ালি জোনের এডিসি মুহিত কবির সেরনিয়াবাত বলেন, বিএনপিপন্থি আইনজীবীরা পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করে। আমরা ফেরাতে গেলে তারা আমাদের ওপর হামলা করে। আমিসহ আমাদের আট থেকে ৯ পুলিশ সদস্য আহত হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।