সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিলো বাংলাদেশ। সেই ভারতের বিপক্ষে ফাইনালে মাঠে নেমেছিল বাংলার কিশোররা। আবারও সেই ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া করলো বাংলাদেশ।
রবিবার (১০ সেপ্টেম্বর) ফাইনালে ভারতের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশের কিশোরেরা।
ম্যাচের শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। তবে ম্যাচের ৮ মিনিটে লিড নেয় ভারত। ভারত লাইরেনজামের গোলে এগিয়ে যায় ভারত। এরপর গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে বাংলাদেশের কিশোররা। বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও ব্যর্থ হয় তারা।
অন্যদিকে লিড বাড়ানোর লক্ষ্যে খেলতে থাকে ভারত। তবে আর কোনো গোল না হলে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে সমতা ফেরানোর লক্ষ্যে আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। তবে ফিনিশিংয়ের অভাবে গোল বঞ্চিত হয় তারা। উল্টো ম্যাচের ৭৩ মিনিটে গোল খেয়ে বসে বাংলাদেশ। ভারতের লেভিস জাংমিনলুন গোল করে ব্যবধান বাড়ান। এরপরও বেশ কিছু আক্রমণ করে বাংলাদেশ। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।