অপরাধ জাতীয় প্রধান খবর লিড নিউজ সর্বশেষ খবর

এমরানের নিয়োগ বাতিল করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়ার নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে এ অব্যাহতি দেয়া হয়।

এমরানের নিয়োগ বাতিল করলেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রজ্ঞাপনে বলা হয়, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ ভূঁইয়াকে নিয়োগাদেশ জনস্বার্থে বাতিলক্রমে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। এটি অবিলম্বে কার্যকর করা হবে।

এর আগে আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে বরখাস্তের জানিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।