রাজনীতি লিড নিউজ সর্বশেষ খবর হটনিউজ স্পেশাল

সমাবেশস্থলেই জুমার নামাজ ছাত্রলীগের

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেসা মুজিবের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশে’ এর আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বিকেল ৩টায় শুরু হবে সমাবেশ।

তবে সকাল থেকেই সমাবেশস্থলে প্রবেশ করতে শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এদিকে, শুক্রবার জুমার দিন হওয়ায় সমাবেশস্থলেই নামাজের ব্যবস্থা করে ছাত্রলীগ।

এর আগে বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মো. ফরহাদ আলী বলেন, নামাজের বিষয়টি আমরা সমাবেশের প্রস্তুতির সময়ই গ্রহণ করি। সারাদেশ থেকে আসা হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেছে। শুক্রবার জুমার নামাজের দিন হওয়ায় কাউকে যেন সমাবেশ থেকে বাইরে না আসতে হয় তাই সমাবেশস্থলেই জুমার নামাজের ব্যবস্থা করা হয়।

সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সমাবেশস্থলের আশপাশে সারাদেশ থেকে আসা বাসগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। নেতাকর্মীরা অপেক্ষা করছে সমাবেশস্থলে প্রবেশের জন্য। প্রবেশপথের ফটকগুলো এরই মধ্যে সম্পন্ন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সমাবেশে ইতিহাস সৃষ্টি করতে চায় ছাত্রলীগ। নতুন বার্তা নিয়ে আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রতি ছাত্রসমাজ অকুণ্ঠ সমর্থন রয়েছে বলে মনে করেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

ফরহাদ আলী বলেন, ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার নতুন বার্তা নিয়ে সমাবেশস্থল থেকে যাবে। নির্বাচন সামনে রেখে ছাত্রসমাজের প্রতি যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী পালন করবে।