ইয়েমেনে সেনাবাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে তুমুল সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৩ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় রবিবার (২৭ আগস্ট) দেশটির দক্ষিণাঞ্চলীয় লাজ প্রদেশে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানায়, সামরিক বাহিনীর ওপর হঠাৎ আক্রমণ চালায় হুতি সদস্যরা। পাল্টা হামলা চালায় সরকারি বাহিনী। তীব্র সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে অঞ্চলটি। নিহতদের মধ্যে রয়েছেন ১৫ জন হুতি ও আটজন সেনা। এতে আরও কমপক্ষে ১০ সেনা আহত হয়। সংঘাত নিয়ে কোনো বিবৃতি দেয়নি হুতিরা।
২০১৪ সাল থেকে গৃহযুদ্ধ চলছে ইয়েমেনে। সংঘাতে প্রাণ গেছে প্রায় ২০ হাজার মানুষের। বাস্তুচ্যুত হয়েছে ৩০ লাখের বেশি। ১ কোটি ২০ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে। জাতিসংঘের উদ্যোগে দফায় দফায় সমঝোতার চেষ্টা করা হলেও আসেনি সমাধান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।