ডাগ আউটে পেপ গার্দিওলা থাকা মানে বিশাল এক ভরসা। প্রতিপক্ষের কৌশল বুঝে, দলের কৌশল একটু এদিক-ওদিক করে মুহূর্তে ম্যাচের দৃশ্য বদলে দিতে পারেন তিনি।
কোমরের সার্জারি করানোয় শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ডাগ আউটে ছিলেন না পেপ। সেটাই যেন বড় তারকা হারানোর মতো অনুভূত হয়েছে সিটিজেনদের।
রোববার শেফিল্ডের বিপক্ষে কষ্টে জিততে হয়েছে ম্যানসিটির। ম্যাচের শেষ দিকে মিডফিল্ডার রদ্রি গোল করে দলকে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছেন। এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।
ম্যানসিটি ম্যাচের প্রথমার্ধে গোল শূন্য সমতায় শেষ করে। দায় দলটির স্ট্রাইকার আর্লিং হ্যালন্ডের। পেনাল্টি থেকে গোল করতে পারেননি গোলমেশিন খ্যাত এই নাম্বার নাইন।
দ্বিতীয়ার্ধে ভুল শোধরান হ্যালন্ড। নরওয়েজিয়ান এই স্ট্রাইকার ৬৩ মিনিটে দলকে লিড এনে দেন। তাকে দিয়ে গোল করান জ্যাক গ্রেলিস। ওই গোল শোধ করে দেয় শেফিল্ড ইউনাইটেড। জাইডেন বগলা ৮৫ মিনিটে গোল করে ম্যানসিটিকে পয়েন্ট হারানোর পথে ঠেলে দেন।
ওই ধাক্কাও ম্যানসিটি নসামলে ওঠে রদ্রির গোলে। তিনি ম্যাচের ৮৮ মিনিটে জালে বল পাঠিয়ে দেন। তাকে গোল করান ফিল ফোডেন। জয় নিয়ে মাঠ ছাড়ে গত মৌসুমের ট্রেবল জয়ীরা।