জাতীয় ঢাকা লিড নিউজ সর্বশেষ খবর হটনিউজ স্পেশাল

ড. ইউনূসকে বারাক ওবামার চিঠি

শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। গত ১৭ আগস্ট পাঠানো চিঠিটি রোববার ড. ইউনূসের ভেরিফায়েড ফেসবুক পেইজে শেয়ার করা হয়।

এতে ড. ইউনূস স্বাধীনভাবে নিজের গুরুত্বপূর্ণ কাজগুলো চালিয়ে যাবেন, চিঠিতে সে আশাবাদ ব্যক্ত করেন ওবামা।

‘প্রিয় প্রফেসর ইউনূস’ সম্বোধন করে চিঠিতে ওবামা লিখেছেন, ‘মানুষের পরিবার ও সমাজকে দারিদ্র্যমুক্ত করে তাদের ক্ষমতায়নের জন্য আপনার প্রচেষ্টায় দীর্ঘদিন ধরে আমাকে অনুপ্রাণিত করেছে। ২০০৯ সালে হোয়াইট হাউসে আপনার সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আমি বলেছিলাম, আপনার কর্মকাণ্ড লাখ লাখ মানুষকে তাদের নিজস্ব সম্ভাবনার কথা ভাবতে অনুপ্রাণিত করেছে।’

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট আরও বলেন, ‘যাদের সম্ভাবনার বিকাশে আপনি কাজ করেছেন, তাদের অনেকে এবং আমরা যারা সবার জন্য একটি ন্যায়নিষ্ঠ অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করি, তারা সবাই আপনার বিষয়টি ভাবছি। আশা করি, বর্তমান সময়ে এটি আপনাকে শক্তি জোগাবে। আমি আরও আশা করি, গুরুত্বপূর্ণ কাজগুলো করার ক্ষেত্রে আপনি স্বাধীনতা পাবেন।’