জনদুর্ভোগ বিবেচনায় রেখে চলমান এইচ.এস.সি ও সমমানের পরীক্ষা এবং সাপ্তাহিক ছুটির দিন না হওয়ায় ছাত্রলীগের পূর্বনির্ধারিত ছাত্রসমাবেশের তারিখ ৩১ আগস্ট থেকে পিছিয়ে ১ সেপ্টেম্বর করা হয়েছে।
পরিবর্তিত সময় অনুযায়ী ছাত্রসমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে। ওই ছাত্রসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২০ আগস্ট) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকের মাস আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে বাংলাদেশ ছাত্রলীগের পূর্বঘোষিত ৩১ আগস্ট অনুষ্ঠিতব্য স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ চলমান এইচএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে, সাপ্তাহিক ছুটির দিনে না হওয়ায় জনদুর্ভোগ এড়াতে ও সার্বিক শৃঙ্খলার স্বার্থে পরিবর্তিত তারিখে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।