সকল মেনু

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় আগুন, নিহত ৩

রাজধানীর কেরানীগঞ্জের গদারবাগ এলাকায় একটি কেমিক্যাল কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৫ আগস্ট) ভোররাত ৩টা ৫৮ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে ৬টা ১৭ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার জানান, আমাদের কাছে প্রথম তথ্য ছিল অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে জানা গেছে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর কারখানার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top