১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে জঙ্গি হামলার সুনির্দিষ্ট কোনো হুমকি নেই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।
রবিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় এ কথা জানান ডিএমপি কমিশনার।
তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও ১৫ আগস্ট উপলক্ষে একটা হুমকি তো সবসময়ই থাকে। এ হুমকির বিষয়টির ওপর ভিত্তি করেই আমাদের এ বিশেষ অভিযান চলছে।
তিনি বলেন, জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানীতে ব্লক রেইড বা বিশেষ অভিযানটি আমাদের নিয়মিত কার্যক্রমেরই অংশ।
তবে শনিবার (১২ আগস্ট) থেকে চলা এ ব্লক রেইড বা বিশেষ অভিযানে কতজনকে গ্রেফতার করা হয়েছে তা এখনো জানা যায়নি।
এর আগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে শনিবার রাজধানীতে ব্লক রেইড বা বিশেষ অভিযান পরিচালনার আদেশ দেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, ১২ থেকে ১৪ আগস্ট পর্যন্ত রাজধানী ঢাকায় হোটেল-মেসে ব্লক রেইড চলবে। ১৫ আগস্টকে কেন্দ্র করে জঙ্গিরা যাতে অবস্থান না নিতে পারে সেই লক্ষ্যে বাসাবাড়ি, আবাসিক হোটেল, মেস, বস্তিসহ এলাকা ভিত্তিক ব্লক রেইড, তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হবে। সেই মোতাবেক ব্লক রেইড ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে পুলিশ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।