সকল মেনু

হাবিপ্রবি’র ১ম বর্ষের ডি ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  হটনিউজ ডেস্ক: ২৫ অক্টোবর ২০১৩, হাবিপ্রবি, দিনাজপুর:  হাজী 20130919041314_s1মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর-এর ২০১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষের ডি ও ই ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯ টায় ডি ইউনিট ও বিকাল ৩ টায় ই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২৪ অক্টোবর বৃহস্পতিবার বি ও সি (বিজ্ঞান/মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ অক্টোবর শনিবার এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুই শিফটে সকাল সাড়ে ৯ টা ও দুপুর ১২ টা এবং সি (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. রুহুল আমিন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অবশিষ্ট এ ও সি (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ১৩৩০টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় মোট ৩৮ হাজার ৪ জন ছাত্র-ছাত্রী আবেদন করেছে। প্রতি আসনের বিপরীতে ২৯ জন ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা করছে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে ১৮ জন, বি ইউনিটে ৪৮ জন, সি ইউনিটে ৪৩ জন, ডি ইউনিটে ২০ জন ও ই ইউনিটে ৪৭ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দিতা করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top