সকল মেনু

বিএনপির ওয়াকআউট

Parlament নিজস্ব প্রতিবেদক, হটনিউজ২৪বিডি.কম:  সংসদে এসে বিরোধীদলীয় নেতার প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রীকে আলোচনার অনুরোধ জানানোর পর পঞ্চম সংশোধনী নিয়ে ক্ষমতাসীন দলের এক সাংসদের বক্তব্যের প্রতিবাদে অধিবেশন থেকে বেরিয়ে গেছে বিএনপি।  বুধবার সংসদের মুলতবি অধিবেশন শুরুর পর প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব ও মাগরিবের বিরতি শেষে ৬টা ১২ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমিরউদ্দিন সরকারের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা অধিবেশন কক্ষে প্রবেশ করেন। জমিরউদ্দিন সরকারের পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে বিরোধী দলীয় নেতার নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাবটি পড়ে শোনান। এরপর তিনি বলেন, “আলোচনার মাধ্যমে যতো দ্রুত এর সমাধান করা যায় ততোই মঙ্গল। আমাদের আশা মাননীয় প্রধানমন্ত্রী প্রস্তাবটি গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন।” পরে শেখ ক্ষমতাসীন দলের সাংসদ সেখ ফজলুল করিম সেলিম পঞ্চম সংশোধনী বাতিলে উচ্চ আদালতের রায় ও জিয়াউর রহমানের ক্ষমতা দখল নিয়ে বক্তব্য দিতে শুরু করে বিএনপির সদস্যরা তার প্রতিবাদ জানিয়ে ৭টা ৪০ এ ওয়াকআউট করেন। জমিরউদ্দিন সরকারের বক্তব্যের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিবেশনে উপস্থিত না থাকলেও পরে তিনি আবার যোগ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top