সকল মেনু

বরিশাল মহানগরে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

KH20131023064808 বরিশাল প্রতিনিধি ,হটনিউজ২৪বিডি.কম:   বিএনপি ও আওয়ামী লীগ একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় বরিশাল মহানগরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। ২৫ অক্টোবর (শুক্রবার) একই সময়ে এবং কাছাকাছি জায়গায় বিএনপি ও আওয়ামী লীগ সমাবেশ ডাকায় ওইদিন সকাল ১০টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে বিএমপি সূত্রে জানা গেছে। বুধবার বিকেলে সভা-সমাবেশের ওপর এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় বিএমপি। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার নগরীর সদর রোড অশ্বিনী কুমার হল চত্বরে ১৮ দলীয় জোটের সমাবেশের অনুমতি চেয়ে মঙ্গলবার আবেদন করেন বিএনপির নেতা জিয়াউদ্দিন সিকদার। একই দিনে নগরীর সোহেল চত্বর দলীয় কার্যালয় সম্মুখে সমাবেশ করতে বুধবার দুপুরে বিএমপির কাছে আবেদন করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম। আওয়ামী লীগের পাল্টা কর্মসূচির অনুমতি চাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার বরিশাল নগরীতে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে পুলিশ।  বিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) টিএম মুজাহিদুল ইসলাম হটনিউজকে জানান, নগরীতে প্রধান দুই দলই একইদিনে একই সময়ে কাছাকাছি স্থানে পাল্টাপাল্টি সমাবেশের কর্মসূচি দিয়েছে। এ অবস্থায় জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে এমন আশঙ্কায় এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিএমপির কমিশনার মো. শামসুদ্দিন বাংলানিউজকে বলেন, কোনো দলকেই সভা-সমাবেশ করতে দেওয়া হবেনা। নিষেধাজ্ঞার সময়সীমা সম্পর্কে তিনি বলেন, পরিস্থিতি সাপেক্ষে তা ঠিক করা হবে। বিএনপি নেতা জিয়াউদ্দিন সিকদার জানান, পুলিশের কাছে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ তাতে নিষেধাজ্ঞা জারি করে গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে। এ বিষয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুল করিম জানান, কোনো দল সহিংসতা করতে চাইলে রাজপথে তা প্রতিহত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top