সকল মেনু

জামায়াতের আঠারো নেতাকর্মী এক দিনের রিমান্ডে

Jamat_-logo_latest  আদালত প্রতিবেদক:  বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াতের আঠারো নেতাকর্মীকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। একইসঙ্গে মামলার অপর চার নারী আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়েছে। ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে দশ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন। এসময় আসামির আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন রফিকুল ইসলাম, আব্দুল মজিদ, শাহাদাত হোসেন, জাহাঙ্গীর আলম, জিএম আবুল কালাম আজাদ, শফিকুল ইসলাম, শাহ আলম, শাহ আলম সরকার, আছাদুজ্জামান , মোশাররফ হোসেন, রেজাউল করিম, রাশেদুল ইসলাম, দেলোয়ার, এনামুল হক, মাহবুবুল ইসলাম, আবু সাঈদ, এবি এম নুরুল ইসলাম, জাহিদুল হক ও মাছুম বিল্লাহ। এছাড়া কারাগারে পাঠানো চার আসামি হলেন ফাতেমা জহুরা, মোস্তারী জাহান, ফেরদৌস আরা ও জাকিয়া মকসুদ।

রিমান্ড আবেদনে বলা হয়, রাজধানীর মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বসে আসামিরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করে। সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন ধরানোর পরিকল্পনা করে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, আসামিরা জামায়াতের কর্মী। আসামিদের বিরুদ্ধে গত সোমবার রাজধানীর মিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের ১৫ এর তিন ধারায় এই মামলা করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top