সকল মেনু

ধাওয়া পাল্টা ধাওয়া, পুলিশ সহ আহত ২৫,এক শ্রমিকলীগ কর্মী গুলিবিদ্ধ

?????? দিলীপ গৌর,সিরাজগঞ্জ প্রতিনিধি :  সিরাজগঞ্জে বিএনপির কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ২ পুলিশ সদস্য সহ অন্তত ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ২শতাধিক রাউন্ড টিয়ার সেল এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে। রবিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপির কার্যালয় থেকে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল বের করা হয় । মিছিলটি শহরের ইলিয়টব্রীজের নিকট এলে মিছিল থেকে পুলিশ কে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় ডিবি পুলিশ সদস্য রাশিদুল হাসান আহত হয়। পরে মিছিলটি শহরের এসএস রোডে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার বাড়ির সামনে এলে মিছিলকে লক্ষ করে বাড়ি থেকে ঢিল ছুরলে সংঘর্ষের সুত্রপাত হয় । এসময় পুলিশের সাথে বিএনপি কর্মীদের প্রায় ঘন্টা ব্যাপি ধাওয়া পাল্টাধাওয়া এবং সংর্ষের ঘটনা ঘটে এতে পুলিশের সদর সার্কেল অফিসার ফোরকান আলী সহ আহত হয় ২৪ জন। এসময় এস এস রোড,খেদন সর্দারের মোড়,মতিন সড়ক,চান্দালীর মোড়সহ পুরো শহর রনক্ষেত্রে পরিনত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে প্রায় ২শতাধিক রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় আওয়ামীলীগ নেতা হাবিবে মিল্লাত মুন্নার বাড়ির সামনে ঝুলানো ঈদ শুভেচ্ছা ব্যানার ছিরে ফেলে বিএনপি কর্মীরা। এসময় বাড়ির মধ্যে থাকা শ্রমিকলীগ কর্মী জনির পায়ে রাবার বুলেট লাগে।

শহরের থমথমে ভাব বিরাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top