সকল মেনু

গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতারা

50673_1রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বলা চলে পুলিশের দখলে। বিএনপি অভিযোগ করেছে, দলের কেন্দ্রীয় কার্যালয়ে কাউকে ঢুকতে বা বের হতে দেয়া হচ্ছে না। তবে পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।বৃহস্পতিবার সকাল থেকে হঠাৎ করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে নিরাপত্তা জোরদার করে পুলিশ। আগের পুলিশের সাথে যোগ হয়েছে আরো এক প্লাটুন পুলিশ।প্রস্তুত রাখা হয়েছে একটি প্রিজন ভ্যান ।জানা যায়, সকাল থেকে পুলিশ বিএনপির কোনো নেতা-কর্মীকে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে বা বের হতে দিচ্ছে না। কার্যালয়ে অবস্থান করা কর্মচারীদের পুলিশ জানিয়েছে, কেউ যেন ভেতর থেকে বাইরে না আসে বা কেউ যেন ভেতরে না যায়। কোনো নেতা এলেই গ্রেপ্তার করা হবে।বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি বলেন, অফিসে কেউ নেই। বৃহস্পতিবার সকালে আমি যাওয়ার চেষ্টার করেছি। কিন্তু পুলিশের কঠোর অবস্থানের কারণে অফিসে ঢোকার সুযোগ পাইনি।  এ বিষয়ে জানতে চাইলে পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনার আশরাফুজ্জামান  হটনিউজ২৪বিডি.কমকে বলেন, কাউকে বিএনপির কার্যালয়ে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না, এটি ঠিক নয়।  তিনি বলেন, ওই এলাকায় অনেক সময় ভাঙচুর হয়, তাই নিরাপত্তা বাড়ানো হয়েছে। হঠাৎ কেন নিরাপত্তা বাড়ানো হলো জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, সম্প্রতি বিএনপির নেতা-কর্মীদের দা-কুড়াল নিয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে।পল্টন থানার উপ-পরিদর্শক মশউর হটনিউজ২৪বিডি.কমকে বলেন, বিকাল সাড়ে তিনটায় নগর বিএনপির একটি প্রেস কনফারেন্স হবার কথা রয়েছে। কনফারেন্স শেষে নেতাকর্মীরাযাতে কোন ধরনের বিশৃঙ্খলা না করতে পারে সেজন্য এ বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। ডিবি পুলিশের একটি সূত্র থেকে  জানা জায়, বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাদের ও একই সঙ্গে বিএনপি এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রধম সারির নেতাদের উপর নজরদারি বাড়ানোর জন্যে উর্দ্ধতন কতৃপক্ষের নির্দেশণা রয়েছে।  গ্রেফতার আতঙ্কে ঘর ছাড়া হয়ে পড়েছেন বিএনপিসহ ১৮ দলীয় জোট নেতারা। কেউ কোনো কথা বলছেন না। মুখ খুলছেন না শীর্ষ পর্যায়ের নেতারাও। সম্প্রতি বিএনপি নেতা একটি অনুষ্ঠানে বিএনপি নেতা কর্মীদের দা,কুড়াল নিয়ে আন্দোলনে ঝাপিয়ে পড়ার আহবান জানালে পুলিশ তার বাসায় ২বার গ্রেফতারের উদ্দেশ্যে তল্লাশি চালায়। এদিকে ঈদুল আযহায় বিএনপি ও ১৮ দলীয় নেতারা যার যার এলাকায় গেলেও ঈদ শেষে তারা সহজেই ঢাকা ফিরছে না বলে জানা গেছে। এদিকে হঠাৎ করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের শক্ত অবস্থানের কারণে গ্রেফতার আতঙ্ক যেন ভায়াবহ রূপ নিয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top