সকল মেনু

এক পশলা বৃষ্টিতে স্বস্তির ছোঁয়া

মেঘে ঢেকে ছিল রাজধানী ঢাকার আকাশ।

রবিবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে সেই মেঘই এক পশলা বৃষ্টি হয়ে নেমে আসে রাজধানীর বুকে। কোথাও ছিটেফোঁটা আবার কোথাও বেশ ভালো বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিনে তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে ও রাতে সামান্য হ্রাস পেতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৭ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top