জাতীয় প্রধান খবর প্রধানমন্ত্রী কর্নার লিড নিউজ সর্বশেষ খবর

ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেয়া হয়নি

ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেয়া হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) তৃতীয় ধাপে আরো ৫০টি মডেল মসজিদ গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধনের প্রাক্কালে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ইসলামের নামে জঙ্গিবাদ ধর্মের অবমাননা ছাড়া আর কিছু নয়। প্রকৃত ইসলাম চর্চা ও ইসলামের প্রসার ঘটাতেই নির্মাণ করা হয়েছে মডেল মসজিদগুলো।

এসময় সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল থাকতে সবার প্রতি আহ্বান জানান তিনি।