রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে উন্নীত হলো।
বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ভবনটির বেজমেন্ট থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (মিডিয়া) শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। উদ্ধার হওয়া নিহতের নাম স্বপন বলে জানা গেছে।
গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে সিদ্দিকবাজারের নর্থ সাউথ রোডের সাততলা ভবনটিতে বিস্ফোরণ ঘটে। এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে।