জাতীয় প্রধান খবর লিড নিউজ

বার্ন ইউনিটে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে ১২ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ওই ১২ জনের মধ্যে তিনজন লাইফ সাপোর্টে। বাকিদের বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু্ই বলা যাচ্ছে না। তাদের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক।