রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে।
রবিবার (৫ মার্চ) দুপুর একটার দিকে এ সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষ জড়িয়েছেন। এর আগে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়ক (গ্রীন রোড) হয়ে যানচলাচল বন্ধ রয়েছে।