সকল মেনু

৫ শতাংশ প্রবৃদ্ধি চায় চীন

চলতি বছর প্রায় পাঁচ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে চীন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতির দেশটি চাইছে করোনা মহামারির প্রভাব কাটিয়ে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে।

ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক সভার উদ্বোধনের দিন রবিবার চীনের বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং সরকারি কাজের প্রতিবেদন তুলে ধরেন। এ সময় এই তথ্য প্রকাশ পায়। খবর সিএনএনের।

বেইজিংয়ে এনপিসি সভা একটি গুরুত্বপূর্ণ বার্ষিক সমাবেশ। এতে চীনের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টারা অংশগ্রহণ করে থাকেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top