আন্তর্জাতিক স্বাস্থ্য

২০৩৫ সালে অর্ধেকেরও বেশি মানুষ স্থূলতায় ভুগবে

পদক্ষেপ না নেয়া হলে ২০৩৫ সালের মধ্যে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ স্থূল বা অতিরিক্ত ওজনের অধিকারী হবে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড ওবেসিটি ফেডারেশন। সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ বছরে ৪০০ কোটি মানুষ স্থূল বা অতিরিক্ত ওজনের শিকার হবে। শিশুদের মধ্যে এই হার সবচেয়ে দ্রুত বৃদ্ধি পাবে বলেও এতে বলা হয়েছে।

আশঙ্কা করা হচ্ছে, আফ্রিকা ও এশিয়ার নিম্ন বা মধ্যম আয়ের দেশগুলো এ সমস্যায় সবচেয়ে বেশি ভুগবে। প্রতিবেদনে ভবিষ্যদ্বাণী করা হয়েছে, ২০৩৫ সালের মধ্যে স্থূলতার খরচ দাঁড়াবে বার্ষিক চার হাজার কোটি ডলারের বেশি। ফেডারেশনের সভাপতি অধ্যাপক লুইস বাউর এই প্রতিবেদনের ফলাফলগুলোকে মারাত্মক উল্লেখ করে এখনই পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন।