হোয়াইট হাউসে শুক্রবার (৩ মার্চ) এক বৈঠকে মিলিত হবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। বৈঠকে দুই নেতা ‘গোপনীয় আলোচনা’ করবেন। তবে তাদের আলোচনার প্রায় পুরোটাই হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় একদিনের সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন ওলাফ শলৎজ। তবে এই সফরে কোনো সাংবাদিককে সঙ্গে নেননি তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন ও ওলাফ শলৎজ প্রায় এক ঘণ্টা কথা বলবেন। খবর রয়টার্সের।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘বেশ কয়েকদিন আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাদের আলাদা বৈঠক হয়েছে। ধারণা করছি, জেলেনস্কির সঙ্গে কী কথা হয়েছে, এ সম্পর্কে একে অপরকে জানাতে পারেন।’