খেলা প্রধান খবর লিড নিউজ

‘আমরা তোমার অপেক্ষায় আছি, মেসি‌’

আর্জেন্টিনার লিওনেল মেসির শ্বশুরের দোকানে অজ্ঞাত দুই ব্যক্তি গুলিবর্ষণ করেছে। মোটরসাইকেল যোগে এসে বন্ধ থাকা দোকানের দরজায় তারা এলোপাতাড়ি ১৪টি গুলি চালান। শুধু তাই নয়, ‘মেসি আমরা তোমার অপেক্ষায় আছি’ লেখা একটি চিরকুটও রেখে যান তারা।

বুধবার (১ মার্চ) স্থানীয় সময় রাত দুইটার দিকে আর্জেন্টিনার রোজারিও শহরে এই ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে, দুজন লোক মোটরসাইকেলে করে সেই দোকানের সামনে উপস্থিত হন। পরবর্তীতে তাদের মধ্য থেকে একজন নিচে নেমে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। তবে দোকানের দরজা বন্ধ থাকলেও সেটি ভেদ করে ভেতরের গ্লাসও ভেঙে যায়।