সকল মেনু

‘পূর্বাচল এক্সপ্রেসওয়ের মেট্রোরেল নির্মাণ কাজের খুব বেশি ক্ষতি হবে না’

হটনিউজ ডেস্ক:

মেট্রোরেল ১ নম্বর রুটের কাজের জন্য নবনির্মিত পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়কের খুব বেশি ক্ষতি হবে না বলে দাবি করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক। আর সড়ক ও সেতু সচিব বলেছেন, যতটুকু ক্ষতি হবে তা সমন্বয় করে মেরামত করে দেওয়া হবে।

রোববার রাজধানীর একটি হোটেলে মেট্রোরেল-৫ এর সাউদার্ন রুট নিয়ে অংশীজনদের সঙ্গে এক বৈঠক শেষে তাঁরা সাংবাদিকদের এসব কথা বলেন।

সেতু সচিব বলেন, পূ্র্বাচল সড়কের মাঝখান দিয়ে মেট্রোরেলের পিলার নির্মাণের কাজ চলবে।

এতে রাস্তার তেমন ক্ষতি হবে না। সাধারণ মানুষের চলাচলেও বিঘ্ন ঘটবে না। মেট্রোরেলের এমডি বলেন, এক্সপ্রেসওয়ে ও এমআরটিএ কারিগরি দল সমন্বয় করে এগিয়েছে। রাস্তার কোনো অবকাঠামো ভাঙা পড়বে না। তিনি বলেন, পরে কোনো চ্যালেঞ্জ আসলেও তা সমন্বয় করে সমাধান করা হবে।

আগামী বছর শুরু হবে এমআরটি লাইন ৫ এর সাউদার্ন রুটের কাজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top