সকল মেনু

শবেবরাতের তারিখ ঘোষণা

হটনিউজ ডেস্ক:

১৪৪৪ হিজরি সনের শাবান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে শবেবরাতের তারিখ ঘোষণা করেছে ইসলামিক ফাউন্ডেশন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর জাতীয় চাঁদ দেখা কমিটি বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে সভা করে এ ঘোষণা দেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) মহা. বশিরুল আলম।

বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ৭ মার্চ দিবাগত রাতে পবিত্র শবেবরাত। শবেবরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৮ মার্চ (বুধবার)।

চাঁদ দেখা সাপেক্ষে ২৩ অথবা ২৪ মার্চ পবিত্র মাহে রমজান। শবেবরাত থেকে গণনায় ঠিক ১৪ অথবা ১৫ দিন পর পবিত্র রমজান মাস শুরু হবে।

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আরবি মাস ৩০ দিনের বেশি না হওয়ায় ২৩ অথবা ২৪ মার্চ রমজান মাস শুরু হবে। ঠিক কবে তা চাঁদ দেখার ওপর নির্ভর করছে মাহে রমজান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top