সকল মেনু

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা ত্রাণ পাঠিয়েছে তুরস্কে

হটনিউজ ডেস্ক:

তুরস্ক-সিরিয়ায় স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে নিষ্ক্রিয় থাকতে পারেনি বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।তুরস্কের বৃহত্তম মানবিক সংকটের সময় তারা নিজেরা অর্থ সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ত্রাণ হিসেবে ৭০০টি কম্বল ও ২০০টি জ্যাকেট কিনেছে।

ঢাকায় টার্কিশ কো অপারেশন অ্যান্ড কো অপারেশন এজেন্সির দপ্তরে এ ত্রাণ সামগ্রীগুলো পাঠানো হয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।

রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা সাহাত জিয়া হিরো আনাদোলুকে বলেছেন, ‘আমাদের সংকটময় মুহূর্তে শুরু থেকেই তুর্কি আমাদের ত্রাণ দিয়ে সহযোগিতা করে আসছে।কিন্তু আমাদের প্রিয় বন্ধুর এমন বিশাল বিপর্যয়ের মুখে আমরা কীভাবে অলস বসে থাকতে পারি? আমাদের এই ক্ষুদ্র উপহারটি তুর্কি ভাই ও বোনদের প্রতি ‘প্রেমের উপহার’ হিসাবে বর্ণনা করেছেন তিনি।

উল্লেখ্য,গত ৬ ফেব্রুয়ারি ভূমিকম্প এবং একটি বড় ধরনের আফটারশকে তুরস্কের দক্ষিণাঞ্চল ও সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ৪১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে সরকারি হিসাবে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top