সকল মেনু

ধ্বংসস্তূপ থেকে ১ জনকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারীরা

হটনিউজ ডেস্ক :

তুরস্কে যাওয়া বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। এরই মধ্যে আদিয়ামান শহরে ১৭ বছরের একজন বালিকাকে জীবিত এবং ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

এর আগে ফায়ার সার্ভিসের ১২ সদস্যের উদ্ধারকারী দল, সেনাবাহিনীর উদ্ধারকারী দলসহ মোট ৬১ জনের একটি দল তুরস্কের আদানা এয়ারপোর্টে পৌঁছায়। সেখান থেকে তারা ৩৫০ কিলোমিটার দূরে অবস্থিত আদিয়ামানে যায়।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। এ ঘটনায় নিহতের সংখ্যা ২২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ।

১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল। এরপর ১৯৯৯ সালে দেশটির ডুজসে অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষ মারা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top