সকল মেনু

নেত্রকোনায় হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদন্ড

download (1) নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ মোঃ আব্দুল হামিদ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে জনাকীর্ণ আদালতে আহের উদ্দিন ওরফে তাহের উদ্দিন(৪৫) হত্যা মামলার রায়ে ৪ জনকে মৃত্যুদন্ড প্রদান করেছেন। মৃত্যুদন্ড প্রাপ্তরা হচ্ছে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের বিচিপাড়া গ্রামের আবু তালিব(৪৮), আব্দুর রাজ্জাক(৩৫), সিদ্দিক(৪৫) ও স্বপন(২৮)। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি সাইফুল আলম প্রদীপ জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২০০১ সালের ২৫ মে রাতে বিচিপাড়া গ্রামের আহের উদ্দিন ওরফে তাহের উদ্দিন স্থানীয় মসজিদে এশা’র নামাজ পড়ছিলেন। নামাজে তিনি যখন সেজদাহ্ দিচ্ছিলেন তখন ৫ জন রামদা দিয়ে কোপায় । ঘটনাস্থলেই আহের উদ্দিন মারা যান। পরদিন নিহতের স্ত্রী সাহেরা বেগম ৫ জনকে আসামী করে নেত্রকোনা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ওই বছরের ৫ সেপ্টেম্বর ৫ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়।মামলার অপর আসামী আটপাড়া উপজেলার মোগলহাটা গ্রামের শাহাব উদ্দিন ওরফে শাহানুরের(২৫) বিরুদ্ধে অপরাধ প্রমানিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত।

আদালতে রায় প্রদানের সময় সিদ্দিক ছাড়া বাকী সকল আসামী উপস্থিত ছিল।

 

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top