সকল মেনু

জামায়াত মরণ কামড় দেবে

abul-mal-bg20131008193450  সজীব বিশ্বাস,নিউইয়র্ক:  বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার জামায়াতের জন্য অস্তিত্বের প্রশ্ন। তাই নির্বাচনের আগে জামায়াত মরণ কামড় দেবে বলে সতর্ক করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব‍দুল মুহিত। তিনি বলেছেন, যেকোনো উপায়ে জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টির সর্বাত্মক চেষ্টা চালাবে। বাংলাদেশ বুধবার সময় সকাল ৭টায় (নিউইয়র্ক সময় মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৮টার ) নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত ‘বাংলাদেশে অসাম্প্রদায়িক গণতন্ত্রের চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা তিনি এ কথা বলেছেন। অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে সাংবিধানিক মজ্জাগত চরিত্র ফিরিয়ে আনতে সরকার আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে অর্থমন্ত্রী আরও বলেন, স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তি এর বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। খোলামেলা বক্তব্য তিনি এ অভিযোগও করেছেন যে, কোথাও কোথাও আ.লীগের ভেতরে জামায়াতের সঙ্গে মাখামাখি ও জামায়াত প্রীতির কারণেও অসাম্প্রদায়িক গণতন্ত্র প্রতিষ্ঠায় নানাবিধ বাধার সম্মুখীন হতে হচ্ছে। এক্ষেত্রে তিনি সিলেটের উদাহরণ দিয়ে বলেন, তার নিজের জন্য সিলেটের রাজনীতিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আলোচনায় সাবেক রাষ্ট্রদূত ও কলামিস্ট মহিউদ্দীন আহমেদ বলেছেন, সৌদি আরব জামায়াতকে যে পছন্দ করে না এ সত্যটি বাংলাদেশের জনগণকে জানা‍তে আমরা সবাই ব্যর্থ হয়েছি। জামায়াতকে মিশরের মুসলিম ব্রাদারহুডের সঙ্গে তুলনা করে তিনি বলেন, জামায়াত ও মুসলিম ব্রাদারহুডের মধ্যে কোনো পার্থক্য নেই। মিশরের ব্রাদারহুডকে সৌদি আরব কখনই সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেনের সভাপতিত্বে এ আলোচনা সভা চলছে এবং অর্থমন্ত্রী বক্তব্য দিচ্ছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top