সকল মেনু

থার্টি ফার্স্ট নাইটে শব্দদূষণ নিয়ে অভিযোগ জানাতে ৩৬৫ ফোনকল

হটনিউজ ডেস্ক:

ইংরেজি নববর্ষ উদযাপনের রাতে সারাদেশে থেকে শব্দদূষণের অভিযোগ সংক্রান্ত ৩৬৫টি ফোনকল পেয়েছে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯। আজ পুলিশ সদর দপ্তরের জরুরি সেবা শাখা থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সদর দপ্তরের জরুরি সেবা শাখার পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে বলেন, গত ৩১ ডিসেম্বর রাত ১২টার পর থেকে সারা বাংলাদেশ থেকে শব্দদূষণ সংক্রান্ত ৩৬৫টি ফোনকল এসেছে ৯৯৯ নম্বরে। এর মধ্যে শুধু ঢাকা মেট্রো এলাকা থেকে ১৬০টি ফোনকলের বিপরীতে সেবা দেয়া হয়েছে। এসব প্রতিটি অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শব্দদূষণ বন্ধ করেছে।

এছাড়া ফানুস থেকে আগুনের ঘটনায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোড থেকে রাত ১২টা ৯ মিনিটে একটি ফোনকল এসেছিল। তবে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে গেছে ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top