সকল মেনু

আশাশুনিতে প্রযুক্তি ব্যবহারে কৃষি ও ঘের চাষে নব দিগন্ত

Farmer-00220131004035115 সাতক্ষীরা প্রতিনিধি, ৫ অক্টোবর:  সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলায় ৫টি ইউনিয়নে ১৪টি গ্রামে নতুন প্রযুক্তি ব্যবহার করে কৃষক ও ঘের চাষীরা সম্ভাবনার নব দিগন্ত উম্মোচন করেছেন। আগে চাষীরা ১টি ফসল নিয়ে সন্তুষ্ট থাকতো। ধান চাষ নয়তো মাছ চাষ। এতে তাদের বাৎসরিক ব্যয় সংকুলান হতো না। ফলে কৃষকরা ঋণের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হতে বাধ্য হতো। ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৪টি গ্রামের ৬৯৬ জন ধান চাষী, ১৪১ জন সবজী চাষী ও ১২ জন ঘের চাষী উন্নত প্রযুক্তি, সমন্বিত প্রশিক্ষণ, অবাদ তথ্য সরবরাহ ও ব্র্যাক কর্মীদের সার্বিক তত্ত্বাবধানের ফলে স্ব-স্ব ক্ষেত্রে সম্ভাবনার নতুন দুয়ার উম্মোচনে সক্ষম হয়েছেন। এখন তাদের চোখে-মুখে প্রশান্তির ছায়া।  উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে ধান চাষ, চিলেডাঙ্গা গ্রামে মিশ্র চাষ, শোভনালী ইউনিয়নের গোঁদাড়া ও বড়দলের জামালনগর গ্রামে মিশ্র চাষে কৃষকরা অভাবনীয় সফলতা অর্জন করেছে। চাষী মনিরুল আড়াই বিঘা জমিতে মাছ চাষ করেছেন। রুই, কাতলা, গলদা, সিলভারকার্প মাছের চাষ করে এবছর লক্ষাধিক টাকার মাছ বিক্রয় সম্ভব হবে বলে তার ধারণা। যার একটি বড় অংশ ইতিমধ্যে তার হাতে এসে গেছে। একই সাথে তিনি ঘেরের পাড়ে প্রায় ২০ শতক জমি সবজী চাষ করেছেন। লাউ, চাল-মিষ্টি কুমড়া, ঢ্যাড়শ, বরবটি, শশা, পুইশাক চাষ করে এ পর্যন্ত ৪০ হাজার টাকার সবজী বিক্রয় করেছেন। আরও ৫০ হাজার টাকার সবজী বিক্রয় করতে পারবেন বলে তিনি জানান। এছাড়া তিনি ঘেরের মধ্যে ১ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। ধানের বর্তমান অবস্থা খুবই সুন্দর, তিনি ধান চাষ থেকেও ভাল ফসল পাবেন বলে আশাবাদী। মাত্র আড়াই বিঘা জমি মিশ্র চাষের আওতায় এনে মনিরুলের পরিবার এখন সাবলম্বী হয়ে উঠেছে। কেবল সাবলম্বীই নয় বরং এখন তারা তাদের কর্মক্ষেত্র বৃদ্ধির চিন্তাও মাথায় রেখে এগিয়ে চলেছে। একই ভাবে ব্র্যাকের সার্বিক সহায়তা ও ব্যবস্থাপনায় চিলেডাঙ্গা গ্রামের সিরাজুর, ইউনুছ, গোয়ালডাংগা গ্রামের শংকর, জামালনগর গ্রামের তেজেন ঢালীসহ ১২টি ঘের মিশ্র চাষের আওতায় এসেছে। তারাও অনুরূপ সফলতা দেখাতে সক্ষম হয়েছেন। গত ১২ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আবদুল অদুদ, আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মাৎ মমতাজ বেগম, সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস ও উপজেলা কৃষি অফিসার নূরুল ইসলাম নওয়াপাড়া ব্লকে ধান চাষ এবং চিলেডাঙ্গায় ৩টি ঘেরে মিশ্র চাষ প্রকল্প পরিদর্শণ করেন। পরিদর্শণকালে তারা কৃষকদের সাথে একান্তে কথা বলেন এবং সকল বিষয়ে খোঁজ-খবর নেন। তারা ব্র্যাকের কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির ভূয়সী প্রশংসা করে উপস্থিত কৃষকদের নতুন প্রযুক্তি গ্রহণের ব্যাপারে উৎসাহ প্রদান করেন। উপস্থিত চাষীরা ব্র্যাকের প্রযুক্তিগত সহযোগিতার বর্ণনা দিয়ে তাদের সফলতার পেছনে তাদের শ্রমের কথা তুলে ধরেন। তাদের দেখাদেখি এলাকার অনেক কৃষক নতুন প্রযুক্তি ব্যবহারের দিকে ঝুঁকতে শুরু করেছে বলেও জানান তারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top