ঢাকা হটনিউজ স্পেশাল

বাসায় পড়েছিল অর্ধগলিত লাশ, পুলিশ বলছে হত্যাকাণ্ড

হটনিউজ ডেস্ক:

রাজধানীর কামরাঙ্গীরচর হাসান নগর এলাকার একটি বাড়ি থেকে অজ্ঞাত পরিচয়ের (৫০) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ। নিহতের নাম ঠিকানা জানা যায়নি।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে এটি হত্যাকাণ্ড।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) অনিরুদ্ধ রায়।

তিনি বলেন, কামরাঙ্গীরচর হাসান নগর ভান্ডারি মোড় এলাকায় লিটনের বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম ঠিকানা এখনো জানা যায়নি। নিহতের নাম-ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। তবে পুলিশ আপাতত জানতে পেরেছে ওই বাসায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত করা হবে।