হটনিউজ ডেস্ক:
নারী এশিয়া কাপে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন বোলাররা। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ফিল্ডিং করতে নেমে থাইল্যান্ডকে মাত্র ৮২ রানে অলআউট করে দিয়েছে বাংলাদেশ।
থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ফান্নিতা মায়া। নাথাকান চানথামের ব্যাট থেকে এসেছে ২০ রান।
বাংলাদেশের পক্ষে রোমানা আহমেদ ৩ ওভারে এক মেডেনসহ ৯ রানে তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট পেয়েছেন সোহেলি আখতার, সানজিদার আক্তার ও নাহিদা আক্তার। সালমা খাতুনের শিকার একটি উইকেট।
বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি, সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, ঋতু মনি, সোহেলী আক্তার, সুবহানা মোস্তারি, সানজিদা আক্তার মেঘলা, জাহানারা আলম।