হটনিউজ ডেস্ক:
ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন নোমান (৩২) এবং তার স্ত্রী শামীমা (২৪)। তাদের গ্রামের বাড়ি ভোলার লালমোহনে।
রোববার (২৫ সেপ্টেম্বর) রাতে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, রাত ১১টার দিকে ৯৯৯-এ প্রতিবেশীদের ফোন পেয়ে আমরা লাশ দুটি উদ্ধার করি। নারীর লাশ বিছানায় এবং পুরুষের লাশ ঝুলন্ত অবস্থায় ছিল। আমাদের ধারণা এটি আত্মহত্যা হয়ে থাকতে পারে।
জানা গেছে, নোমান সৌদি আরবপ্রবাসী। এক বছর আগে তিনি প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন। পারিবারিকভাবে সেটা মেনে নেওয়া হয়নি। এ কারণে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।