হটনিউজ ডেস্ক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় হাত-মুখ বাঁধা অবস্থায় বসতঘর থেকে স্বামী-স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকার পুরাতন বাজার পাড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)।
স্থানীয়রা জানান, শনিবার সকালে নজির উদ্দিনের বাড়িতে কোন সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পাওয়া যায়। নজির জমি জালিয়াতি চক্রের হোতা ছিলেন। জমিজমা-সংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে পুলিশের একাধিক টিম। তবে হত্যাকাণ্ডের কারণ প্রাথমিকভাবে এখনও জানা যায়নি। তাদেরকে হত্যা করে, ঘরের মধ্যে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেওয়া হয়। নজির উদ্দিনকে শৌচাগারের ভেতর হাত-পা বেঁধে শ্বাসরোধে ও তার স্ত্রীকে ঘরের মেঝেতে ধারালো অস্ত্রের আঘাতে খুন করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।