সকল মেনু

ঢাকায় নিউজিল্যান্ড ক্রিকেট দল

Newseland-0120131001125954 স্পোর্টস রিপোর্টার, ঢাকা, ১ অক্টোবর:  দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-২০ ম্যাচ খেলতে আজ মঙ্গলবার বেলা ১২টায় ঢাকায় পা রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

দুটি দলে বিভক্ত হয়ে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড। ২০১০ সালের পর নিউজিল্যান্ড দলের প্রথম বাংলাদেশ সফর এটি। প্রথম বহরে ১৩ সদস্যের নিউজিল্যাল্ড দল বিমানবন্দরে পা রেখেছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গণমাধ্যম ব্যবস্থাপক রাবীদ ইমাম। হোটেল সোনাগাঁওয়ে অবস্থান করছে নিউজিল্যান্ড দল। রাতে দলের দ্বিতীয় বহরে চলে আসবে। আগামীকাল সকালেই সফরকারী কিউই দল চট্টগ্রামের উদ্দেশে রওনা হবে। ৯ অক্টোবর স্বাগতিক বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট বন্দরনগরীতে অনুষ্ঠিত হবে। এর আগে আগামী ৩-৫ অক্টোবর বিসিবি একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী দল। এরপর ৯ অক্টোবর প্রথম টেস্ট হবে জহুর আহমেদ স্টেডিয়ামে। ঈদের পর ২১-২৫ অক্টোবর দ্বিতীয় টেস্ট মিরপুরে। ২৯ ও ৩১ অক্টোবর দুটি আন্তর্জাতিক ওয়ানডে মিরপুরে অনুষ্ঠিত হবে। ৩ নভেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লায় হবে শেষ ওয়ানডে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ৬ নভেম্বর একমাত্র টি-২০ ম্যাচের মধ্য দিয়ে সফর শেষ করবে কিউিই দল। নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড ব্রেন্ডন ম্যাককালাম (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, ডিন ব্রাউনলি, পিটার ফুলটন, মার্ক গিলেস্পি, টম লেইদাম, ব্রুস মার্টিন, হ্যামিশ রাদারফোর্ড, ইশ সোদি, রস টেইলর, নিল ওয়াগনার, বিজে ওয়াটলিং ও কেন উইলিয়ামসন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top