সকল মেনু

ঋণের টাকা পরিশোধ করতে না পেরে যুবকের আত্মহত্যা

হটনিউজ ডেস্ক:

নাটোরের লালপুরে একটি এনজিও’র ঋণের টাকা পরিশোধ করতে না পারায় গলায় ফাঁস দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রোববার ভোরে উপজেলার কেশববাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত যুবকের নাম আল আমিন (৩০)। তিনি উপজেলার কেশববাড়ীয়া গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top