সকল মেনু

জাতীয় কন্যা শিশু দিবস

OLYMPUS DIGITAL CAMERA ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ  ‘শিশু কন্যার বিয়ে নয়, করবে তারা বিশ্ব জয়’ এই শ্লোগানকে সামনে রেখে সোমবার কুড়িগ্রামে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর এলাকায় কুড়িগ্রাম-রংপুর, কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী ও কুড়িগ্রাম-চিলমারী সড়কে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত মানব বন্ধন কর্মসুচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এবিএম আজাদ, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, মহিলা পরিষদের সভানেত্রী নন্দিতা চক্রবর্তী, আলেয়া বেগম, সাইদা ইয়াসমীন রুপা প্রমুখ। এ কর্মসুচিতে কুড়িগ্রামের বিভিন্ন এনজিও, জিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পিটিআই এর শিক্ষকরা অংশগ্রহন করে। বক্তারা নারী উন্নয়নে গৃহিত সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। পাশাপাশি নারীকে ঘরে বন্ধ করে রাখার হেফাজতের কর্মকান্ড বন্ধের দাবি জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top