সকল মেনু

পলিটেকনিকের আন্দোলন নিয়ে সোমবার মন্ত্রণালয়ে সভা

ছাত্রদের আন্দোলন20130929195131  নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৩০ সেপ্টেম্বর :  পলিটেকনিক ইনস্টিটিউটের চলমান আন্দোলন নিয়ে আজ সোমবার সভা আহ্বান করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। সচিবালয়ে বেলা দুইটার দিকে এই সভা অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ ব্যাপারে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন জানান, সভায় শিক্ষাসচিবসহ সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানানো হয়েছে। ছাত্র ও শিক্ষক নেতাদেরও ডাকা হয়েছে। সচিব বলেন, ‘আমরা শিক্ষার্থীদের প্রতি ইতিবাচক।’ নিজেদের স্বার্থসংশ্লিষ্ট কয়েকটি দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কয়েক দিন ধরে আন্দোলন করছেন। গত শনিবার এই আন্দোলন সহিংসতায় রূপ নেয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top