সকল মেনু

পাকিস্তানে জোড়া বোমা হামলায় ৪০ জন নিহত

 Pakistankkk20130929225206 হটনিউজ আন্তর্জাতিক ডেস্ক: ঢাকা, ৩০ সেপ্টেম্বর :  পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে জোড়া বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একশ`র বেশি। শহরটির একটি ব্যস্ত ঐতিহাসিক কিসা খাওয়ানি মার্কেটে রবিবার সকালে দুটি বোমা বিস্ফোরিত হয়। খবর বিবিসি ও ডন এর। কর্মকর্তারা বলছেন, বোম হামলায় সেখানকার দোকানপাট এবং গাড়িতে আগুন ধরে যায়। ৫০টির মতো দোকান ধ্বংস হয়ে গেছে। কর্তৃপক্ষ সন্দেহ করছে, এই হামলায় গাড়ি বোমা ব্যবহার করা হয়েছে। সেখানকার একটি পুলিশ থানার কাছে পার্ক করা গাড়িটিতে কমপক্ষে ২০০ কেজি বিস্ফোরক ছিল বলে তারা মনে করছে। দূর নিয়ন্ত্রকের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়েছে। প্রথম বিস্ফোরণটি ছিল অপেক্ষাকৃত ছোট। দ্বিতীয় বিস্ফোরণটি ছিল বেশ শক্তিশালী। এতে ক্ষয়ক্ষতিও হয়েছে তুলনামূলক অনেক বেশি। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। আহতদের স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানিয়েছেন তারা। বিস্ফোরণে সঙ্গে শিশুসহ পাঁচ কি ছয়জন নারী সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে বলে ডনের পেশোয়ার প্রতিনিধি জানিয়েছেন। হামলার সময় ঘটনাস্থলে কোনো নিরাপত্তা রক্ষী ছিলেন না বলে জানান তিনি। খাইবার পখতুনওয়া প্রদেশের তথ্যমন্ত্রী শওকত ইউসুফজাই দাবি করেছেন, পেশোয়ার পুলিশ স্টেশনকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। এই হামলার দায় কেউ স্বীকার করেনি। হামলার ঘটনাকে সন্ত্রাসী কার্যকলাপ বলে চিহ্নিত করে এর নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। গত এক সপ্তাহের মধ্যে পেশাওয়ারে এটি তৃতীয় দফা বোমা হামলা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top