সকল মেনু

comilla news pic  29.09 স্টাফ রিপোর্টার:  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি সড়কে বিক্ষুব্ধ পলিটেকনিক শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জাহানের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের গাড়িও ভাঙচুর করে। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে শিক্ষার্থীদের গুলিতে রায়হান নামে এক পুলিশ কনস্টেবল আহত হন। এছাড়া পুলিশের ওসিসহ আরও সাত সদস্য ও অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়। আজ রোববার দুপুর সোয়া ১২টা থেকে পুলিশের সঙ্গে পলিটেকনিক শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে সংঘর্ষ শেষ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১৫০ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষে আহত শিক্ষার্থীদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।অপরদিকে, গুলিবিদ্ধ পুলিশ সদস্য রায়হানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্য পুলিশ সদস্যদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।আহত পুলিশ সদস্যদের মধ্যে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত, কন্সটেবল শহীদুল, কন্সটেবল হারুন, কন্সটেবল সাইদের নাম জানা গেছে। সন্ধ্যায় সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হান্নান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ১০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক মাহমুদ আল মামুন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এছাড়া পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top