সকল মেনু

২৫ অক্টোবর থেকে কঠোর কর্মসূচি

Khaleda-Zia-0320130929132459  আছাদুজ্জামান, ঢাকা, ২৯ সেপ্টেম্বর:  বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু তাদের এ ষড়যন্ত্র সফল হবে না। সংবিধান সংশোধন করে পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার বিল না আনলে ২৫ অক্টোবর থেকে কঠোর কর্মসূচি দেয়া হবে। এর মধ্যেই আপনাদের ক্ষমতা শেষ। রোববার বিকেল খুলনার সার্কিট হাউজ ময়দানে আয়োজিত ১৮ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা বলেন, ‘দেশে একদলীয় কোনো নির্র্বাচন হতে দেয়া হবে না। হাসিনাকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে হস্তান্তর করতে হবে। তাদের এ ষড়যন্ত্র কিছুতেই সফল হতে দেয়া হবে না। নির্দলীয় সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হলে তা প্রতিহত করা হবে।’ তিনি অভিযোগ করেন, ‘প্রধানমন্ত্রী নিজেই আলোচনার পথ বন্ধ করে দিয়েছেন। তারপরও এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে প্রস্তাব এলে আমরা আলোচনা করতে রাজি আছি। নিরপেক্ষ সরকারের বিষয়ে আলোচনা হতে পারে।’ বিরোধীদলীয় নেতা বলেন, ‘সব দলের অংশ্রগ্রহণের জন্য নির্দলীয় সরকারের বিকল্প নেই। প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রীরা ক্ষমতায় থেকে নির্বাচন করবে, সেটি হতে পারে না, হতে দেয়া হবে না। সেটি কখনো গ্রহণযোগ্য হবে না। তারা জানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তাদের ভরাডুবি হবে।’ খালেদা জিয়া বলেন, ‘আদালত দুই টার্ম তত্ত্বাবধায়ক এর পক্ষে রায় দিয়েছেন। অথচ প্রধানমন্ত্রী কোনো আলোচনা না করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়েছেন। এ সরকার সংবিধান সংশোধন করেছে, এখন তাদেরকেই আবার নির্দলীয় সরকারের জন্য সংবিধানে সংশোধনী আনতে হবে।’ সরকার বিদ্যুৎ উৎপাদনে ব্যর্থ হয়েছে মন্তব্য করে খালেদা বলেন, কুইক রেন্টালের নামে সরকার বিদ্যুৎ খাত লুটপাট করেছে। কুইকরেন্টালে বিদ্যুৎ না পেরেও কুইক টাকা লুটপাট হয়েছে। জনগণের টাকার জবাব দিতে হবে। বিদ্যুতের অভাবে একের পর এক বিভিন্ন শিল্প ও গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, ড. ওসমান ফারুক, সেলিমা রহমানসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top