সকল মেনু

অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে সচিবদের তাগিদ

Mossarof-0420130929135553 নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ২৯ সেপ্টেম্বর:  সরকারের শেষ সময়ে অগ্রাধিকারভিত্তিক কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা। রোববার সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলনকক্ষে সচিব সভায় এ তাগিদ দেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইসতিয়াক আহমেদ সাংবাদিকদের জানান, তিন মাস পরপর মন্ত্রিসভায় সরকারের অগ্রগতি নিয়ে প্রতিবেদন দেয়া হয়। এ প্রতিবেদন সম্পন্ন করার জন্যই সচিবদের স্ব স্ব মন্ত্রণালয়ের অগ্রগতির তথ্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা দেয়ার তারিখ নির্দিষ্ট করা ছিল। এ সভায় সেই বিষয় নিয়েই আলোচনা করা হয়েছে। মন্ত্রণালয়গুলোর অগ্রগতি নিয়ে অলোচনা ও পর্যালোচনা করা হয়েছে। (মন্ত্রিসভার নির্দেশিত) যে সব কাজ এখনো সম্পন্ন করা এখনো বাকি রয়েছে এগুলো দ্রত শেষ করে সচিবদের স্ব স্ব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর ওপর ভিত্তি করেই মন্ত্রিপরিষদ সরকারের অগ্রগতির প্রতিবেদন তৈরি করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top